কোরবানি যদি পশু হত্যা হয় তাহলে পাঠা বলির নামে এই বর্বরতা বন্ধ করা হোক

" কোরবানি এবং পাঠা বলি নিয়ে কবিতা "


Image
পূজায় পাঠা বলি দেওয়া হচ্ছে


কোরবানি যদি পশু হত্যা হয় তাহলে পাঠা বলির নামে এই বর্বরতা বন্ধ করা হোক


** একদিন** 

একদা এক হিন্দু এসে 
ডেকে মোরে বলে। 
একটা জরুরী কথা ছিল বলি 
আপনারে। 
দেখেছ কত নিষ্ঠুর ঐ 
মুসলমানের দল। 
কুরবানীর নামে গরু জবাই 
কেমন ওদের ইসলাম বল। 
পুচিয়ে পুচিয়ে কাটে গরু কত 
বরই নিষ্ঠুর তারা। 
মানবতা নেইকো তাদের, 
জঙ্গী সকলে তারা। 
গরু যখন হাম্বা হাম্বা ডাকে 
ওগো মোর ভাই। 
মা মনে হয় ডাকছে মোরে , 
কোথায় বল যাই ? 
পশু হত্যা মহাপাপ , 
গুনি জনে বলে। 
চলুন মুসলমানদের মোরা 
দেই কান মোলে। 
এমন ইসলাম পেয়েছিস কই, 
নেই তোদের মানবতা! 
হিন্দুরাই আসল মানুষ, তারাই 
তোদের নেতা। 
★ 
অনেকক্ষন কস্ট করে 
শুনলাম তাহার কথা, 
পায়ের দিকে তাকিয়ে দেখি, 
সুন্দর বাটা জুতা। 
ওহে দাদু জুতা জোড়া কি 
নতুন কিনেছেন? 
পায়ে তো মানিয়েছে বেশ! 
ভালই সেজেছেন। 
জুতা জোড়া যে গরুর চামড়ার 
তাহা কি জানেন? 
লেকচার খানা এতক্ষন তো 
ভালই দিলেন। 
গরু মারলে ইজ্জত যায়! 
খাসী মারা কি ন্যায়? 
কোথায় রয় তখন মানবতা, 
করেন তো বেশ অন্যায়। 
পাঠা বলির নামে যখন গলায় 
মারেন কোপ, 
মানবতা কেন তখন ধুতীর 

তলে একেবারে চুপ? 

মুরগী , খাসী, হাস , এরা কি 

নয় কোন প্রানী 

গাছেরও তো প্রান আছে 

আমরা সবাই জানি। 

ধান্দাবাজী রাখেন এবার 

রাস্তা মাপেন নিজের। 

মুসলমানরাই সঠিক পথে, 

তারাই নেতা আপনাদের। 

অবশেষে লেজ গুটিয়ে 

দাদু মোর পালায়, 

ইসলামই ধর্ম সবার সেরা 

সন্দেহ যে নাই।


আমি অবশেষে একটি কথা বলে নিতে চাই তা হলো, আমিও আপনাদের মতোই একজন সাধারণ মানুষ তাই আমারও ভুল থাকতে পারে। তাই আমার লেখায় যদি কোথাও কোনো ভুল পান, হোক সেটা বানান ভুল কিংবা আমার কথা বা মতবাদে কোনো ভুল তাহলে সেটা দয়া করে ক্ষমার চোখে দেখবেন এবং আমার সেই ভুলটাকে ধরিয়ে দিবেন যেনো আমি পরবর্তীতে ভুলটা শুধরে নিতে পারি।

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.