সিজদায়ে সাহু দিতে ভুলে গেলে কি করবেন?


Worship Of Allah...


সিজদায়ে সাহু দিতে ভুলে গেলে যা করবেন


   কিছুদিন আগে আমি জোহরের নামাজ আদায় করছিলাম। উক্ত নামাজে ওয়াজিব তরক করার কারণে আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়। কিন্তু বৈঠকের শেষে আমি সিজদায়ে সাহুর কথা ভুলে যাই এবং উভয় দিকে সালাম ফিরিয়ে ফেলি। মাঝেমধ্যে আমার এরকম হয়। এখন জানার বিষয় হলো- যদি কারো এমনটি হয়, তাহলে উক্ত অবস্থায় তার করণীয় কী?

 এর উত্তর হলো- ভুলে সিজদায়ে সাহু না করে 
   — উভয় দিকে সালাম ফিরিয়ে ফেললেও সিজদায়ে সাহু আদায়ের সুযোগ থাকে। সালাম ফেরানোর পর নামাজ-বহির্ভূত কোনো কাজ করার (যেমন- কথা বলা, মসজিদ থেকে বের হয়ে যাওয়া) আগ পর্যন্ত স্মরণ হলেই— সাহু সিজদা করে নেবে এবং যথা নিয়মে সালাম ফেরাবে।

   প্রখ্যাত তাবেয়ি ইবরাহিম নাখায়ি (রহ.) বলেন, ওই (সিজদায়ে সাহু) দুইটি তার উপর আবশ্যক, যতক্ষণ না সে (মসজিদ থেকে) বের হয় বা কথা বলে ফেলে।

  (মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ৪৫১৪)


   আর যদি কোনোভাবেই তখন সাহু সিজদা আদায় না করা হয়ে থাকে, তাহলে উক্ত নামাজ পুনরায় পড়ে নিতে হবে।


তথ্যসূত্র : কিতাবুল আছল ১/২০১; আলমুহীতুল বুরহানী ২/৩২৫; ফাতহুল কাদীর ১/৪৫১; আলবাহরুর রায়েক ২/৯৫; মারাকিল ফালাহ পৃ. ২৫৬; রদ্দুল মুহতার ১/৪৫৬



সিজদায়ে সাহু দিতে ভুলে গেলে কি করবেন

সিজদায়ে সাহু দিতে ভুলে গেলে কি করবেন

সিজদায়ে সাহু না দিলে কি করবেন

সিজদায়ে সাহু দিতে ভুলে গেছি কি করবো

সিজদায়ে সাহু দিতে ভুলে গেছি এখন কি করবো


No comments

Theme images by duncan1890. Powered by Blogger.