ফুটা বালতি হতে সাবধান!
ফুটা বালতি হতে সাবধান!
১. আপনি হিজাব পরেন, কিন্তু সাথে মেকাপ আর পারফিউম ব্যবহার করেন = ফুটা বালতি!
২. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন, কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না = ফুটা বালতি!
৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি, কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই = ফুটা বালতি!
৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি = ফুটা বালতি!
৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন = ফুটা বালতি!
৬. আপনি অনেক দানসদকা করেন, আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন = ফুটা বালতি!
৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন = ফুটা বালতি!
৮. রোযা রেখে ক্ষুধা - তৃষ্ণার কষ্ট সহ্য করছেন, অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন = ফুটা বালতি!
৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামধাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না = ফুটা বালতি!
১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না = ফুটা বালতি!
ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি বালতিতে জমা থাকবে?
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উপলব্ধি করার তাওফিক দিন। আমীন।
No comments