নেক সুরতে শয়তানের ধোকা
নেক সুরতে শয়তানের ধোকা
🔴 যুবকরা নতুন দ্বিনের পথে আসলে...
🔵 দ্বীনের পথে আসার পর যুবকদের সবচেয়ে বেশি যে, জিনিসগুলো পথভ্রষ্টতার দিকে নিয়ে গেছে ; তার মধ্যে একটি হলো এরকম বোরকা পরা শয়তানের বেশ ধারী কিছু নারী! এরা বিভিন্ন কৃতি কৌশলে যুবকদেরকে তাদের দিকে আকর্ষিত করে থাকে।
.
গত দুইদিন আগে এক বোনকে দেখলাম তার স্টরির মাঝে মেহেদি হাতে চমক পোস্ট করেছে, মনে চাইছিল দুইটা কথা শুনাইয়া দেই! এদের ইনবক্সে দুষ্টু লোক ছাড়া ভালো মানুষ কখনো'ই যায়না - তাই আর কিছু বলা হলো না।
.
এদেরকে বোঝা উচিত অজস্র আলোতে ছারপোকারা ভিড় করলেও, জোনাকি-পোকারা কখনো ভিড় করে না।
.
.
🔴 নারী ফিতনা সম্পর্কে কিছু হাদিস.....
.
⚫ উসামা বিন যায়দ (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আমার গত হওয়ার পরে পুরুষের পক্ষে নারীর চেয়ে অধিকতর ক্ষতিকর কোন ফিতনা অন্য কিছু ছেড়ে যাচ্ছি না।’’
[আহমাদ, বুখারী ৫০৯৬, মুসলিম ৭১২২, তিরমিযী, ইবনে মাজাহ]
.
⚫ আবূ সাঈদ খুদরী (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘দুনিয়া হল সুমিষ্ট ও শ্যামল। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে তাতে খলীফা বানিয়েছেন, যাতে তিনি দেখে নেন যে, তোমরা কেমন আমল কর। অতএব তোমরা দুনিয়া ও নারীর ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। আর জেনে রেখো যে, বনী ইসরাঈলের প্রথম ফিতনা যা ছিল, তা ছিল নারীকে কেন্দ্র করে।’’
[আহমাদ, মুসলিম ২৭৪২, তিরমিযী ২১৯১, ইবনে মাজাহ ৪০০০]
.
⚫ আবু হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘আল্লাহর বান্দীদেরকে মসজিদে আসতে বারণ করো না, তবে তারা যেন খোশবূ ব্যবহার না করে সাদাসিধাভাবে আসে।’’
[আহমাদ ৯৬৪৫, আবূ দাঊদ ৫৬৫, সহীহুল জামে’ ৭৪৫৭]
.
⚫ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘যদি কোন কিছুতে কুলক্ষণ থাকে, তাহলে তা আছে নারী, বাড়ি ও ঘোড়া (সওয়ারী বা গাড়ি)তে।’’
[বুখারী ৫০৯৪, মুসলিম ৫৯৪৫]
.
.
🔵 যুবকরা এই ধরণের ছবি ওয়ালি আইডি থেকে দূরে থাকুন। কারণ এই ছবি গুলো আকৃষ্ট বিরাজ করে থাকে। মূমীন নারী কখনো এই ধরণের ছবি প্রোফাইল পিক, কভার পিক, টাইম লাইনে রাখে না।
No comments