সালাম দেওয়ার সঠিক নিয়ম




সালাম দেওয়ার সঠিক নিয়ম 


প্রিন্সিপাল, নুরুল ইসলাম মাদরাসা ও এতিমখানা

মুহাম্মদ আব্দুল গফুর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়


প্রশ্ন : ইসলামে সালামের বিধান কী? হাত বা মাথা নেড়ে সালাম ও সালামের উত্তর দেওয়া যাবে কী?


উত্তর : ‘সালাম’ আরবি শব্দ, যার অর্থ হচ্ছে- শান্তি, কল্যাণ, শুভকামনা। সালাম পরিপূর্ণ ইসলামি অভিবাদন।


    হজরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) থেকে বর্ণিত - রাসূলুল্লাহ (সাঃ)-এর কাছে একজন লোক এসে বললেন, আসসালামু আলাইকুম। নবি কারিম (সাঃ) বললেন, ১০ (নেকি)। তারপর অন্য এক লোক এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবি কারিম (সাঃ) বললেন, ২০। অতঃপর আরেক লোক এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নবি কারিম (সাঃ) বললেন, ৩০।’

   সালাম দেওয়া সুন্নাত এবং সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের সঠিক ও পূর্ণাঙ্গ জবাব হলো - ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নিয়ম হলো - কথা বলার আগেই সালাম দেওয়া। প্রথমে সালাম না দিলে রাসূল (সাঃ) কথা বলার অনুমতি দিতে নিষেধ করেছেন।
    রাসূল (সাঃ) বলেন, ‘যে ব্যক্তি আগে সালাম দেয় না তোমরা তাকে (কথা বলার) অনুমতি দিও না।’

   সশব্দে ও শুদ্ধ উচ্চারণে সালাম ও সালামের উত্তর দিতে হবে যাতে অন্যরা শুনতে পায়। হাত বা মাথার ইশারা ইত্যাদির মাধ্যমে সালাম ও সালামের উত্তর দেওয়া মাকরুহ। হ্যাঁ, দূরে হলে বা শুনতে কোনো কিছু বাধা হলে মুখে উচ্চারণের সঙ্গে সঙ্গে হাত বা মাথার ইশারায় সালাম ও সালামের উত্তর দেওয়ার কথা জানিয়ে দেওয়া যাবে। কাছে হলে সালামে হাত উঠানো অপ্রয়োজনীয় ও সুন্নতের খেলাফ।

    তথ্যসূত্র : (তিরমিজি  হাঃ নং- ২৬৮৯) (সিলসিলা সহিহা হাঃ নং- ৮১৭) (রদ্দুল মুহতার : ১/৪১৪)



আমি অবশেষে একটি কথা বলে নিতে চাই তা হলো, আমিও আপনাদের মতোই একজন সাধারণ মানুষ তাই আমারও ভুল থাকতে পারে। তাই আমার লেখায় যদি কোথাও কোনো ভুল পান, হোক সেটা বানান ভুল কিংবা আমার কথা বা মতবাদে কোনো ভুল তাহলে সেটা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার সেই ভুলটাকে ধরিয়ে দিবেন যেনো আমি পরবর্তীতে ভুলটা শুধরে নিতে পারি।

No comments

Theme images by duncan1890. Powered by Blogger.